নান্দাইলে চার হত্যা : আরেক আসামি আটক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশাটি গ্রামের কাঠমিস্ত্রি বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলে হত্যা মামলার আসামি কামাল হোসেনকে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগাইরবিলের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর সোহেল হাসান এনটিভি অনলাইনকে জানান, কামাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা দাবি করেন, কামাল চাঁদাবাজিসহ নানা অসামাজিক কাজের সঙ্গে জড়িত।
গত ৭ জুলাই রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি গ্রামে বিল্লাল হোসেন, তাঁর তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুদিন পর নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে নান্দাইল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
বিল্লালের ভাই লাল মিয়ার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পুলিশ ঘটনার রাতেই গ্রামের একটি পুকুরপাড় থেকে লাল মিয়ার ছেলে জামালের লাশও উদ্ধার করে।
এ মামলায় পুলিশ এর আগে আরো চারজনকে গ্রেপ্তার করে।