নাটোরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলার পার সাঐল গ্রামের বৃদ্ধ ননী গোপাল কুণ্ডু ও তাঁর স্ত্রী চিত্রা রানী কুণ্ডুকে রাতে কে বা কারা বাড়িতে ঢুকে শ্বাসরোধে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে ননী গোপালের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
ননী-চিত্রা দম্পতির দুই ছেলে ভারতে থাকেন। বাংলাদেশে তাঁরা দুজনই থাকতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তিনি ধারণা করছেন, দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ এখনো বিস্তারিত জানতে পারেনি। কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মুক্তিযোদ্ধা সংসদ সিংড়া উপজেলা কমান্ডার আবদুল ওয়াদুদ জানান, নিহত ননী গোপাল কুণ্ডু একজন মুক্তিযোদ্ধা ছিলেন।