চাপ বাড়লে ফেরিতে যাত্রী পারাপার : নৌমন্ত্রী
আসন্ন ঈদ উপলক্ষে লঞ্চে যাত্রীর চাপ বাড়লে ফেরিতেও যাত্রী পারাপার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ ছাড়া যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার সকালে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ও কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
এ সময় শাজাহান খান বলেন, ‘কোনো লঞ্চ অধিক যাত্রী নিয়ে যাতে না যেতে পারে তার জন্য ব্যবস্থা নেব। অধিক যাত্রী যদি হয়, যখন দেখা যাবে যে ঘাটে খুব বেশি লোক, তখন আমরা সেখানে ফেরি পারাপারের ব্যবস্থা করব। ফেরিতে প্যাসেঞ্জার পার করলে তারা একটা স্টেবল অবস্থায় যেতে পারবে।’
এ ছাড়া কাওরাকান্দি-শিমুলিয়া রুটে উদ্ধারকারী জাহাজ রুস্তমকে সব সময়ের জন্য প্রস্তুত রাখা হবে বলেও জানান মন্ত্রী। শাজাহান খান আরো বলেন, যাত্রীদের নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া যানজট এড়াতে ঘাট এলাকার সড়ক সম্প্রসারণ করা হয়েছে বলে জানান তিনি।
পরে শাজাহার খান কাওরাকান্দি ঘাটে প্রশাসন, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়াও পরিবহন, লঞ্চ, ফেরিসহ বিভিন্ন নৌযানের মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সভা করেন।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান, নদী কমিশনের চেয়ারম্যান মো. আতারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।