অভিযোগ পেয়ে দুই বিচারককে সরালেন প্রধান বিচারপতি
আইনজীবীদের কাছ থেকে অভিযোগ পেয়ে নারায়ণগঞ্জের দুই বিচারককে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের আদালতের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে আইনজীবী সমিতি কার্যালয়ে মতবিনিময় করেন প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজ বিচারকদের সরিয়ে নারায়ণগঞ্জে সৎ ও নিষ্ঠাবান বিচারক নিয়োগ দেওয়া হবে।
এর আগে সকালে জেলার জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের নেতৃত্বে কয়েকজন আইনজীবী জ্যেষ্ঠ জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের কামরায় প্রধান বিচারপতির সঙ্গে দেখে করেন। তাঁরা সাবজজ-১ ও সাবজজ-২ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এরপরই প্রধান বিচারপতি দুই বিচারককে সরিয়ে দেন।
আইনজীবী মাহবুবুর রহমান মাসুম এনটিভি অনলাইনকে দুই বিচারককে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতি সকাল ৯টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি জ্যেষ্ঠ জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মো. আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিনসহ সংশ্লিষ্টদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
জেলা ও দায়রা জজের প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন ভট্টাচার্য এনটিভি অনলাইনকে জানান, সকাল ১০টার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জেলা জজ রাশেদুজ্জামান রাজার নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে বিচারকাজ প্রত্যক্ষ করেন। সেখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিচারকাজের খোঁজখবর নেন প্রধান বিচারপতি।
এরপর একে একে মুখ্য বিচারিক হাকিমের আদালত, যুগ্ম জেলা জজ প্রথম আদালত, যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, যুগ্ম জেলা জজ অর্থঋণ আদালত, জ্যেষ্ঠ হাকিমের আদালত, জেলা লিগ্যাল এইড কার্যালয় পরিদর্শন করেন।
দুপুর পৌনে ২টায় জ্যেষ্ঠ জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিচার বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি। বৈঠকে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সূত্র জানায়, জানুয়ারির মামলা জুলাই মাসে এবং জুলাইয়ের মামলা ডিসেম্বরে তারিখ রাখায় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন। এটাকে ‘দীর্ঘ প্রক্রিয়া’ উল্লেখ করে তিনি বলেন, এটা ঠিক নয়। যৌন হয়রানি মামলার মেডিকেল পরীক্ষা দ্রুত সম্পন্ন, ডাক্তারি প্রতিবেদন ক্যাপিটাল লেটারে টাইপ করা ও মামলার তদন্ত দ্রুত শেষ করারও নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
বিকেল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি নারায়ণগঞ্জ ত্যাগ করেন।