চুয়াডাঙ্গায় সাংবাদিক সায়েম হত্যারহস্য উন্মোচনের দাবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি আবু সায়েম হত্যার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। আজ রোববার কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে হত্যার রহস্য ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
আজ বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে স্থানীয় সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অবিলম্বে সাংবাদিক আবু সায়েমের খুনের রহস্য উন্মোচনের দাবি জানান সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সমাবেশ শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে খুনের রহস্য উন্মোচনসহ খুনি ও পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
প্রতিবাদ সমাবেশে জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবীর, সাধারণ সম্পাদক এম আর বাবু ও সাংবাদিক সালাউদ্দিন কাজলসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
গত ৭ জুলাই নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাংবাদিক সায়েম। পরদিন ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খুনের ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন গত ৯ জুলাই বাদী হয়ে রাজীব সরকার ও শিবলু নামের দুজনকে আসামি করে জীবননগর থানায় মামলা করেন। ওইদিনই জীবননগর থানা পুলিশ মনোহরপুর থেকে আসামি রাজীব সরকারকে গ্রেপ্তার করে।
সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন : আসামি রাজীব সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক লুৎফুল কবীর আজ সাতদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে। জীবননগর আমলি আদালতের বিচারক শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন। ওইদিন আসামিকেও আদালতে হাজির করতে বলা হয়েছে।