মাছের সঙ্গে শত্রুতা!
নেত্রকোনায় শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলে প্রায় ছয় লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। গতকাল শনিবার রাতের যে কোনো সময় কেন্দুয়া উপজেলার চিটুয়া গ্রামের রাহিত খাঁর পুকুরে বিষ ঢেলে এসব মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব জানান, পুকুরের মালিক রাহিত খাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের কয়েকজন লোকের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা রয়েছে। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই বাড়ির সামনের এই পুকুরের মাছ মেরে ফেলা হয়ে থাকতে পারে। আজ রোববার সকালে ঘুম থেকে উঠে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি আরো জানান, প্রায় ৭০ শতাংশ আয়তনের এই পুকুরে ছোট আকারের মাছ ছাড়াও চার থেকে ছয় কেজি ওজনের রুই কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ ছিল। তবে বিষক্রিয়ায় পুকুরের সব মাছই মরে গেছে।
পুকুরপাড়ে ল্যাপিড নামের বিষজাতীয় একটি কেমিকেলের বোতল পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।