খুলনাতেও খালেদা জিয়া হুকুমের আসামি
বাস পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এবার খুলনায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।
এ নিয়ে পেট্রলবোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসনকে মোট পাঁচটি মামলায় হুকুমের আসামি করা হলো।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির এনটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দামুদর প্রাইমারি স্কুলের সামনে যশোর সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফুলতলা থানায় একটি মামলা করা হয়েছে। এতে খালেদা জিয়া ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে পেট্রলবোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় রাজধানীতে দুটি, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং পঞ্চগড়ে একটি মামলায় বিএনপির চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়।