টিফিনের টাকায় গরিব বন্ধুদের জন্য ঈদ উপহার
১৫ দিন টিফিন না খেয়ে জমানো টাকা গরিব বন্ধুদের জামা কেনার জন্য দিয়েছে বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলের ছোট্ট শিক্ষার্থীরা।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা রমজান মাসের টিফিনের টাকা শিক্ষার্থী কল্যাণ তহবিলে জমা দেয়।
আজ রোববার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে পাশের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী বন্ধুদের হাতে এ সব অর্থ তুলে দেওয়া হয়। সবাইকে নতুন জামা কেনার জন্য ৫০০ করে টাকা দেওয়া হয়।
সানরাইজ পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম জানান, শিক্ষার্থীরা নিজেরাই এ মহৎ উদ্যোগ নিয়েছে।
টাকা পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৈকত, মিম, সুমা; চতুর্থ শ্রেণির ঊর্মি এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অনেক খুশি।