মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকারিয়া হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি মুক্তাগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। সম্প্রতি নাশকতার মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি জাকারিয়া হারুনের কাছে পৌঁছে দেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে আফসারি জহুরা।
ইউএনও উম্মে আফসারি জহুরা ও জাকারিয়া হারুন দুজনেই এনটিভি অনলাইনের কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৩০ জুন স্থানীয় সরকার বিভাগের (উপজেলা শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিবের সই করা ওই বরখাস্তের আদেশে বলা হয়েছে, যেহেতু জাকারিয়া হারুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
সেহেতু বিষয়টি স্বার্থ হানিকর এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমীচীন নয় বলে মনে হয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে জাকারিয়া হারুন জানান, ২০১৩ সালে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে তাঁর নাম ছিল। সম্প্রতি সেই অভিযোগপত্রটি গ্রহণ করেন আদালত।