বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
যশোরের বেনাপোল বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (৩০) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বন্দরের ৪২ নম্বর শেডে ট্রাকে মাল রাখার সময় এই ঘটনা ঘটে।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এনটিভি অনলাইনকে জানান, রাত ১০টার সময় বন্দরের শেডে একটি ট্রাকে (ঢাকা মেট্টো- ঢ-৮৪-১২৪) গাড়ির যন্ত্রাংশের মাল বোঝাই করছিলেন চালকের সহকারী হাসান। এ সময় ট্রাকে বোঝাই করা মালামাল লোহার শিকল দিয়ে বাঁধার সময় শেডের ভেতরের হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সঙ্গে শিকলটি বেঁধে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকের ওপরেই হাসানের মৃত্যু হয়।
হাসানের বাড়ি বরিশাল বলে জানিয়েছেন ট্রাকের চালক নাজির হোসেন।