দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
নেত্রকোনা জেলার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছেন ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাতে বিজয়পুর সীমান্তের কয়লা বন্দর এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
এর আগে মঙ্গলবার রাতে বিজয়পুর সীমান্তে টহল দেওয়ার সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করে বিজিবি।
বিজয়পুর বিজিবি ক্যাম্প হাবিলদার মো. বোরহান উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টহল দেওয়ার সময় চোরাকারবারিদের দেখতে পেয়ে তৎপরতা শুরু করেন বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে মদ ফেলে দৌড়ে পালিয়ে যায় ভারতের অভ্যন্তরে।
জব্দ করা এই মদ রোববার দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।