শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
ডিশ সংযোগ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদারীপুরের শিবচরে আজ রোববার সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
নিহত দুজন হলেন শিবচরের কেবল নেটওয়ার্ক কর্মচারী সবুজ শেখ (৩২) ও রুবেল (২১)। সবুজ শিবচর পৌর এলাকার গুয়াতলা বাহেরচর গ্রামের মৃত হালিম শেখ ও নিহত ইউনুস আকন দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা তালুকদারকান্দির মৃত ইয়াদ আলী আকনের ছেলে ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা তালুকদারকান্দিতে ডিশ লাইনের তার ঢিলে হয়ে মরা আড়িয়াল খা নদের ওপর পরে সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজ সন্ধ্যা ৭টার দিকে বাহাদুরপুর কেবল নেটওয়ার্কের কর্মচারী সবুজ শেখ ও রুবেল ওই এলাকার ডিশ সংযোগ লাইন মেরামত করার জন্য যান। তাঁরা স্থানীয় দিনমজুর ইউনুস আকন (৪৮), হারুন তালুকদার (৫০), ওহাব খান (৫৫) , আক্কাস শেখ (৪৫) ও হালিম লপ্তিকে (৫২) এক হাজার টাকায় তাঁদের কাজে সহযোগিতা করার জন্য ঠিক করেন। নৌকা নিয়ে তাঁরা নদীর মধ্যে যান। বাঁশের সাহায্যে ডিশ সংযোগ লাইন মেরামত করার সময় বিদ্যুতের মেইন তারের সাথে কাচা বাঁশের লগি লেগে পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই কেবল নেটওয়ার্ক কর্মচারী সবুজ শেখ মারা যান। বাকি পাঁচজনকে আহত অবস্থায় শিবচর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস আকনকে মৃত ঘোষণা করেন এবং আহত চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।