সহিংসতার প্রতিবাদে মানিকগঞ্জে শিশুদের মানববন্ধন
সহিংসতা ও শিশুহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা শিশু একাডেমির শিশুরা। আজ শুক্রবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা শিশুপার্কের সামনে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে শিশুরা নিরাপদে চলাচলের অধিকারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। এ সময় শিশুদের অভিভাবকরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।