গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে
নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নির আদালত প্রত্যেকের তিন দিন করে হেফাজত মঞ্জুর করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় যুবলীগ নেতা এমদাদুল হক কালু, স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন, মমতাজ আলী, আবদুল খালেক ও শামসুল হক।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোতালেব হোসেন গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চান। শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে হেফাজত মঞ্জুর করেন আদালত।
তদন্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, গতকাল রোববার ওই পাঁচজনকে গ্রেপ্তারের পর রাতেই তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আজ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।
আজ সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাব উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, গতকাল সন্দেহভাজন হিসেবে এমদাদুল হক কালু, মকবুল হোসেন, মমতাজ আলী, আবদুল খালেক ও শামসুল হককে আটক করে পুলিশ। পরে রাতেই সিংড়া থানায় নিহত ননী গোপাল কুণ্ডুর শ্যালক গোবিন্দ কুণ্ডুর দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার গভীর রাতে সিংড়া উপজেলার পার সাঐল গ্রামের বৃদ্ধ ননী গোপাল কুণ্ডু ও তাঁর স্ত্রী চিত্রা রানী কুণ্ডুকে রাতে কে বা কারা বাড়িতে ঢুকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন রোববার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে ননী গোপালের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।