নেত্রকোনায় পথশিশু ও প্রতিবন্ধীদের জন্য প্রশাসনের ইফতার
নেত্রকোনায় সুবিধাবঞ্চিত পথশিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য
আজ সোমবার ইফতারের আয়োজন করে জেলা প্রশাসন। সার্কিট হাউস হলরুমে এই ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত সুবিধাবঞ্চিত পথশিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাগত জানান।
ইফতার মাহফিলে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলার লোক সংগঠন শিখরের উদ্যোগে শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় কার্যালয়ে আজ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে আগত সাংবাদিক ও সাংকৃতিককর্মীদের স্বাগত জানান শিখরের সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল।