শিবচরে ভ্যান ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা!
মাদারীপুরের শিবচর উপজেলার কলাবাগান থেকে কালাম মাদবর নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক ভ্যানচালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর ভ্যানচালকের ভ্যান পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনতাইয়ে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ সোমবার ভোরে জেলার শিবচর উপজেলার উমেদপুরের একটি কলাবাগান থেকে গোঙানির শব্দ পেয়ে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় ভ্যানচালক রহিম ব্যাপারীকে (৫০) উদ্ধার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কলাবাগান থেকে মো. কালাম মাদবর (৪৩) নামের এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কালামের লাশ উদ্ধার করে। কালাম মাদবরের হাত-পা বাঁধা ছাড়াও গলায় ফাঁস দেওয়া ছিল।
নিহত কালাম একই উপজেলার ভদ্রাসনের মৃত আবদুর রহমান মাদবরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ, গতকাল রোববার রাত আনুমানিক ১২টার দিক বাড়ি ফেরার পথে রহিমের ভ্যান ছিনতাইয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে কালাম মাদবরকে হত্যা করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।