ভোলায় পেট্রলবোমা উদ্ধার
ভোলা শহরের পাঁচতহবিল রোড থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি পেট্রলবোমা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নর্দমা থেকে এগুলো উদ্ধার করা হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এনটিভিকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য দুর্বৃত্তরা এগুলো রেখেছিল।’