কামাল, ইয়াফেস, বিএসসি মন্ত্রী, তারানা, নুরুজ্জামান প্রতিমন্ত্রী
নতুন তিনজনসহ শপথ নিয়েছেন মন্ত্রিসভার পাঁচ সদস্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। urgentPhoto
প্রথমে শপথ হয় মন্ত্রীদের। মন্ত্রিসভার নতুন মন্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি এবং বর্তমান মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন।
এরপর শপথ পড়ানো হয় নতুন দুই প্রতিমন্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তারানা হালিম এবং লালমনিরহাটের সংসদ সদস্য নূরুজ্জামান আহমেদকে।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
অনুষ্ঠানের পর তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আজ আমার ওপর যে বিশ্বাস স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এ জন্য আমি উনার কাছে চরমভাবে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব আমার সমস্ত শ্রম, মেধা ও সততা দিয়ে দায়িত্ব পালন করতে।’ তিনি আরো বলেন, ‘দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।’
২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। এর ৪৪ দিন পর ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।
ইসলাম ধর্ম, পবিত্র হজ ও তাবলিগ সম্পর্কে বিরূপ মন্তব্যের জের ধরে গত বছরের ১২ অক্টোবর মন্ত্রিসভা থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ গত ৯ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দিয়ে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে।
এ রদবদলের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।