গাড়ি পুকুরে, মেয়রের দুই নাতনি নিহত
ঈদ করতে মা-বাবার সাথে ঢাকা থেকে কুষ্টিয়া পৌরসভায় নানার বাড়িতে যাচ্ছিল শিশু দুই বোন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাবপাড়া স্থানে হঠাৎ করে তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। এতে পানিতে ডুবে গাড়িতেই মৃত্যু হয় দুই বোনের।
নিহত দুই শিশুর নাম জাফিয়া (৭) ও তাসফিয়া (৬)। তারা জাহিদুল ও তন্বীর মেয়ে। তন্বীর বাবা কুষ্টিয়া পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার আলী।
মেয়রের পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থান করা জাফিয়া ও তাসফিয়া আজ মঙ্গলবার সকালে মা-বাবার সাথে নিজেদের গাড়িতে করে কুষ্টিয়ায় আসছিল। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাবপাড়া স্থানে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে গাড়ির মধ্যেই মারা যায় দুই বোন। শিশুদের বাবা, মা ও চালকসহ আরো একজন গাড়ি থেকে বের হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শিশুর লাশ তাদের নানা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর বাড়িতে নেওয়া হয়েছে।