ধানবোঝাই ট্রাক উল্টে লালমনিরহাটে নিহত ১
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কালীগঞ্জের চিড়ামিল এলাকায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে আব্দুস সামাদ (৫৫) নামের এক দোকানি নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার উত্তর ঘনেশ্যাম এলাকার পাইকানটারীতে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, লালমনিরহাটগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১৪-৬৫২১) চিড়ামিল মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুটি দোকানের উপর উল্টে যায় ট্রাকটি। এতে চাপা পড়েন পান দোকানি আব্দুস সামাদ। পরে কালীগঞ্জ ও লালমনিরহাট থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও এলাকার লোকজন সামাদের লাশ ও আহতদের উদ্ধার করে।
এ দুর্ঘটনার কারণে ওই সড়কে ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে।