ঝিনাইদহে বিদ্যুতের দাবিতে ভাঙচুর, মেয়রের বিরুদ্ধে মামলা
বিদ্যুতের দাবিতে সাবস্টেশনে হামলা ও পল্লী বিদ্যুতকর্মীকে মারধরের ঘটনায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) ইমরুল হাসান বাদী হয়ে মামালাটি করেন।
গতকাল সোমবার উপজেলা সদরে বিদ্যুৎ না পেয়ে লোকজন ক্ষোভ দেখায়। তখন পৌর মেয়র বিদ্যুৎ কার্যালয়ে ফোন করেন। এ সময় এক কর্মচারীর সাথে তাঁর কথা কাটাকাটি হয়। পরে রাত পৌনে ১০টার দিকে মেয়রের নেতৃত্বে পাঁচটি মোটরসাইকেলে করে লোকজন সেখানে গিয়ে হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বরাত দিয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর আরো জানান, এ সময় পল্লী বিদ্যুতের ইউসুফ নামের এক কর্মীকে মারধর করা হয়। রাতেই তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পরে রাতেই পৌর মেয়র শহিনুর রহমান রিন্টুকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ১১টায় ছেড়ে দেয় পুলিশ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-এএসপি) গোপীনাথ কাঞ্জিলাল ও হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর।
ওসি আরো জানান, বিষয়টি মিটমাট না হওয়ায় আজ মামলা হয়েছে।
পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, বিদ্যুৎ না পেয়ে পৌর এলাকার সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং সাবস্টেশনে ইট ছুড়ে। এ সময় একজনকে কিলঘুষি মারা হয়েছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জিএম যুবরাজ চন্দ্র পালের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন ধরেননি।
এ দিকে পৌরসভার মেয়রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা ।