মুন্সীগঞ্জে বেড়িবাঁধ দখলমুক্ত
মুন্সীগঞ্জে ধলেশ্বরী বেড়িবাঁধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। শহরের উপকণ্ঠ নায়াগাঁও এলাকার চানতারা মসজিদের সামনে থেকে শুরু করে মুক্তারপুর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সময় চানতারা মসজিদের সামনে যুবলীগ নেতা জাহিদ হাসান উরফে জাহির অবৈধ বালুর দোকান জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, বাঁধের ক্ষতি করে বালু ব্যবসা আইনত দণ্ডনীয়। নদীর পারে মুন্সীগঞ্জ জেলা রক্ষাবাঁধের ক্ষতিসাধন করে যারা ইট বালুর ব্যবসা করছেন তাঁদের মালামাল জব্দ করেছি। তাঁদের বারবার ব্যবসা না করতে বলা হয়েছে। তবুও তারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কারণে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তাঁদের সব মালামাল জব্দ করা হয়েছে এবং ব্যবসা না করতে বলা হয়েছে।