নারায়ণগঞ্জ মেয়রের বাড়ির দেয়াল ধসে একজন নিহত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ির দেয়াল ধসে মনির হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মনির হোসেন নগরের বেপারীপাড়া এলাকার রজুবুল মিয়ার ছেলে।
ওই ঘটনায় আহত হয়েছেন মজিবুর রহমান (৪০) নামে এক শ্রমিক। তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকায় মেয়রের বাড়ির দেয়ালের পাশের রাস্তায় ড্রেন তৈরির কাজ চলছিল। এ কাজে মাটি কাটার সময় আকস্মিক বিকট শব্দে দেয়াল ধসে মনিরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন অপর শ্রমিক মজিবুর।
নগরের দেওভোগ এলাকায় অবস্থিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িটি পৈতৃক সূত্রে পাওয়া। তিনি এক মাসের ছুটিতে নিউজিল্যান্ড আছেন।