ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোরে শুরু হওয়া এ যানজট দুপুরে মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা গেছে, যানজটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার আটকা পড়েছে। আধা ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা। বিভিন্ন বাসের নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঈদে বাড়ি যেতে সবাই একসঙ্গে বের হয়েছে। তাই মহাসড়কে অতিরিক্ত গাড়ির কারণেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।