চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরোইল এলাকায় আজ বুধবার দুপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন কৃষক।
এ ঘটনায় নিহত হয়েছেন নাচোলের সিংরোইল গ্রামের মাসুদ রানা (১৬), গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামের আবদুর রহিম (৪২) ও সদর উপজেলার সরজন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম (৪৫)।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ জানান, আজ দুপুর ১টার দিকে সিংরোইল এলাকার একটি আবাদি জমিতে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে পাঁচজন কৃষক আহত হন। আহতদের উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মাসুদ ও তরিকুলের মৃত্যু হয়। এদিকে অপর এক জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান।