অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : ডিআইজি নুরুজ্জামান
এবারের ঈদে ঘরে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি জানান, ঘরমুখো মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ করতে বাড়ি যেতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনের সময় ডিআইজি সাংবাদিকদের এসব কথা বলেন। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে বলেও দাবি করেন তিনি।
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘আসন্ন ঈদে যাতে বেশি ভাড়া আদায় করা না হয় সেজন্য মোটর মালিক চালক সমিতি, নৌযান মালিক চালক শ্রমিক সমিতিসহ সবার সাথে কথা বলেছি।
তারা আমাদের জানিয়েছে এবারে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করবে না। তারপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া অতিরিক্ত যাত্রীবহনের কারণে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে দৃষ্টি রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।