দক্ষিণ দেবিদ্বারকে শিল্পাঞ্চল ঘোষণার দাবিতে স্মারকলিপি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ দেবিদ্বারকে শিল্পাঞ্চল ও থানা বাস্তবায়ন করাসহ ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সুলতানপুর শিল্পাঞ্চল থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ওই স্মারকলিপি তুলে দেয়।
এ সময় পরিষদের সভাপতি শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদার, সহসভাপতি মো. সফিকুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মো. হানিফ খান, সহ সম্পাদক ডা. রণজিত কুমার শর্মাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
পরিষদের ছয় দফা দাবি হলো দক্ষিণ দেবিদ্বারকে থানা বাস্তবায়ন করা, নতুন গ্যাস সংযোজন দেওয়া, রাস্তাঘাট উন্নয়ন করা, বিদ্যুৎ সংযোগ বাড়ানো ও লোডশোডিং বন্ধ করা, দক্ষিণ দেবিদ্বারের যুবকদের বেকারত্ব মুক্ত করা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ পথচারীদের নির্বিঘ্নে মহাসড়ক পারাপারের জন্য চান্দিনার মাধাইয়া বাজার, সানানগর মিল গেইট ও চান্দিনা বাসস্ট্যান্ডে ওভারব্রিজ নির্মাণ করা।