নেত্রকোনায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
ঈদ উপলক্ষে নেত্রকোনায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেন যুবলীগ নেতা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার সমাজ সেবক মাসুদ খান জনি।
গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনার জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাস্তুহারা লীগের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেওয়া হয়।