গাংনীতে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অস্ত্র ও ডাকাতির ঘটনায় করা একাধিক মামলার আসামি শফিকুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশ শফিকুলকে গ্রেপ্তার করে।
শফিকুলের বাড়ি উপজেলার হিন্দা গ্রামে। তিনি এলাকার চিহ্নিত ডাকাত বলে দাবি করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শফিকুল ইসলাম শফি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে পুলিশ সংবাদ পায়। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ানশ্যুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় শফিকুলের নামে গাংনী থানায় আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে ।
এদিকে মেহেরপুর জেলার তিন উপজেলায় গতকাল রাতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২২ আসামি আটক হয়েছে।