পেছন থেকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় সাগর (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাগরের বাড়ি পাংশার মৈশালা গ্রামে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক বিষ্ণুপদকে আটক করেছে।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় মাদারীপুরের টেকেরহাট থেকে কুষ্টিয়াগামী পণ্যবাহী ট্রাক সাগরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।