নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তিন শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী,পাবলিক প্রসিকিউটর জি এম খান পাঠান বিমল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, শামীম খান টিটু প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের ঈদ উপলক্ষে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় এ সব সামগ্রী তুলে দেওয়া হয়।