ডিশ লাইন নিয়ে বাকবিতণ্ডার পর লাশ পাওয়া গেল কবরস্থানে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর গোলাপ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চরগাঁও গ্রামের গোলাপ আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই তালেব আলী গংদের দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে থানায়।
এদিকে গত সোমবার রাতে গোলাপ আলীর ঘরের চালের ওপর দিয়ে ডিশের লাইন টানানো নিয়ে তালেব আলীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারধর করে। এই ঘটনায় গোলাপ মিয়া গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানায় মামলা করেন। এর পর থেকেই গোলাপ মিয়া নিখোঁজ হন।
রাতে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে গোলাপ আলীর লাশ থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তে জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়। গোলাপ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় তালেব আলীর স্ত্রী সাকিরা বেগমকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।