চান্দিনায় যাত্রীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার চান্দিনা অংশে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক হাসান্নুজ্জামান কল্লোলের নির্দেশে এবং চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে ৩০ সদস্যের এ দল গঠন করা হয়।
দলটি মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ, চান্দিনার মাধাইয়া বাজার, চান্দিনা বাসস্ট্যান্ড ও চান্দিনা উপজেলা গেট- এ চারটি পয়েন্টে ঈদের দিন পর্যন্ত যানজট নিরসনের জন্য কাজ করে যাবে।
চান্দিনার ইউএনও সুমন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন,‘আমরা যানজট নিরসনের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য চান্দিনা ইউএনও কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খুলেছি।’
যেকোনো সমস্যায়- ০১৭৩৩৩৫৪৯৩৮, ০১৭৩৩৩৫৪৯৫৪ এবং ০১৭১৭৮৫৭৯৮৫ মোবাইল ফোন নম্বরে কল করলে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ইউএনও।