বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার মেদেনিমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শিমুলিয়া থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের বাসটির সঙ্গে সিনএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরো চারজনকে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ঘটনার পর প্রায় ৫০ মিনিট ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইউনুস দুর্ঘটনার বিষয়ে জানিয়ে বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ক্যাপশন : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনিমণ্ডল এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। ছবি : এনটিভি