প্রকৌশলীদের ছুটি তিন ঘণ্টা
ঢাকা ও আশপাশের প্রকৌশলীরা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য তিন ঘণ্টা সময় পাবেন। বাকি সময় তাদের রাস্তায় থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রা মোড়ে সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় তিনি ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের আগের দিন যানজট হয়েছে বলেও জানান। তিনি বলেন, সেসব গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৌশলীরা ঈদের দিন মাত্র তিন ঘণ্টা সময় পাবেন। তিন ঘণ্টা, তিন ঘণ্টা প্রকৌশলীরা ছুটি পাবেন। যেহেতু বৃষ্টির আশঙ্কা আছে, তাই আমি বলব, তাঁদেরকে রাস্তায় থাকতে হবে। তিন ঘণ্টা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অ্যালাউ করা হলো।’
সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুণ অর রশীদসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।