ট্রাকে পেট্রলবোমা, পিষ্ট হয়ে হেলপার নিহত
চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় টাইলসবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের হেলপার মোতালেব হোসেন (৪০) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে টাইলস নিয়ে ট্রাকটি চাঁদপুরের মতলবে (দক্ষিণ) যাচ্ছিল। এটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে মোতালেবের গায়ে আগুন ধরে যায়। এ সময় জীবন বাঁচাতে বাঁ দিকে লাফিয়ে পড়লে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে তাঁর মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও টাইলস ব্যবসায়ী লাফিয়ে ডান দিকে পড়ে তাঁদের জীবন রক্ষা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মোতালেবের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, পেট্রলবোমা হামলার পরপরই দুর্বৃত্তদের ধরতে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে।