স্বামীকে আটকে রেখে স্কুলে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ
বরগুনার বেতাগী উপজেলায় স্কুলের ভেতরে স্বামীকে আটকে রেখে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় একটি মামলা করেছেন।
অভিযোগ পাওয়ার পর আজ শুক্রবার সকালে বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর ওই শিক্ষিকাকে ধর্ষণের পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার আরজি থেকে জানা যায়, বৃহস্পতিবার স্বাভাবিক কর্মঘণ্টা শেষে ওই শিক্ষিকা ও তাঁর স্বামী স্কুলে বসেই গল্প করছিলেন। এ সময় বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের সুমন বিশ্বাস (৩৫), রাসেল (২৪), সুমন কাজী (৩০), রবিউল (১৮), হাসান (২৫) ও জুয়েল (৩০) স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন ওই শিক্ষিকা ভয়ে স্কুলের ফটক বন্ধ করে দেন। এ সময় তারা ফটকের তালা ভেঙে স্কুলের ভেতর ঢুকে ওই শিক্ষিকার স্বামীকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। পরে ওই শিক্ষিকাকে আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করে চলে যায় তারা।
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে মামলা করেছেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।