রাজবাড়ীতে ১২৫ গ্রাহককে বিদ্যুৎ
পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ এবং বানিবহ ইউনিয়নের দুটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী আজ শুক্রবার সকালে হাটবাড়িয়া এবং ঘিমোড়া গ্রামের ১২৫ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, দুই কিলোমিটারেরও বেশি এ বৈদ্যুতিক লাইন স্থাপন করতে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা।