তাঁদের আন্তর্জাতিক সাহায্য আছে : এইচটি ইমাম
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দিকে বাংলাদেশকে টেনে নিয়ে যেতেই সহিংসতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, ‘এর আগে বাংলাদেশে বিভিন্ন সময় যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়েছে, তার সঙ্গে এবারকার একটা বড় পার্থক্য হচ্ছে এটা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। এখন বিএনপি-জামায়াতকে যাঁরা সাহায্য-সহযোগিতা করছেন, তাঁদের আন্তর্জাতিক সাহায্য আছে।’
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনারকক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, ‘সন্ত্রাসবাদীদের সঙ্গে কোনো সংলাপ কিংবা সমঝোতা নয়, প্রতিরোধ করতে হবে। যদি তারা এটা বন্ধ করে এবং এর দায় স্বীকার করে নেয়, তবে আন্তর্জাতিক উদ্যোগে সমঝোতা হতে পারে।’
সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশে বর্তমানে যে আন্দোলন চলছে, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এর কোনো এজেন্ডা নেই। এটা দেশবিরোধী আন্দোলন। রাষ্ট্রবিরোধী আন্দোলন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল বিএনপির জন্য চরম নির্বুদ্ধিতা।’ আর এ কারণে খালেদা জিয়াকে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, এর অবসান দরকার। এ জন্য ঐক্যের প্রয়োজন। প্রধান দুই দলের কারো প্রতি কারো আস্থা বা বিশ্বাস নেই। আর তাই দেশের স্বার্থে দুই দলের মধ্যে সমঝোতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জাতিসংঘ।
এস এম এ ফায়েজের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার বলেন, ‘দুই দলের মধ্যে আস্থা কিংবা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই।’
‘চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক খন্দকার বজলুল হক। আলোচনায় আরো অংশ নেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ প্রমুখ।