শাপলা তুলতে গিয়ে স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার আলসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন নোয়াজ আলী মিয়া (৫০) ও তাঁর স্ত্রী নাজমা বেগম (৪০)।
দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের তালুকদার জানান, নোয়াজ আলী মিয়া ও তাঁর স্ত্রী নাজমা বেগম বিকেলে আলসা বিলে ছোট একটি নৌকা নিয়ে শাপলা তুলতে যান। সন্ধ্যায় শাপলা তুলে ফেরার পথে বিলের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাঁদের মৃত্যু হয়।
নিহত নোয়াজ আলীর মামাতো ভাই রাজু আহমেদ জানান, বর্ষা মৌসুমে নোয়াজ আলী শাপলা তুলে বাজারে বিক্রি করে সংসার চালাতেন।