ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাঁরা ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপুর শেওরিন টেক্সটাইলস মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রামপুর মোল্লাবাড়ির আজহারুল ইসলাম ও তাঁর ছেলে নূর মোরশেদ।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অমর পাল এনটিভি অনলাইনকে জানান, আজহারুল ইসলাম ছেলে নূর মোরশেদ নিয়ে মোটরসাইকেলে করে দেবপুর ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।