পথচারীকে চাপা দিয়ে বাস খাদে
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাস একজনকে চাপা দিয়ে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী হাসু বেগমের (৪৫) মৃত্যু হয়। আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী। আজ শনিবার সকাল ৭টার দিকে চান্দিনার কুটুম্বপুর স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসু বেগম চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দোতলা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঈদের দিন ফাঁকা সড়কে অতিরিক্ত গতিসম্পন্ন ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আজ সকাল ৭টার দিকে কুটুম্বপুর স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারী হাসু বেগমকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩০ যাত্রী আহত হয়।
এসআই জানান, নিহত পথচারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।