গজারিয়ায় পুড়ল ১২ দোকান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় হোসেন্দী বাজারের সাইফুলের কনফেকশনারির দোকানের বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি অরুণ এনটিভি অনলাইনকে জানান, সকালে আগুন দেখতে পেয়ে লোকজন ফায়ার সার্ভিসকে জানায়। তারা আসতে আসতে ১২টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে সাইফুলের কনফেকশনারির দোকান, ফয়জুলের মুদি দোকান, খোকনের মুদি দোকান, অরুণের স্টেশনারি দোকান, আব্বাসের মুদি দোকান।
অরুণ আরো জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনা ঈদের নামাজের সময় হওয়ায় ফায়ার সার্ভিসের কারো বক্তব্য পাওয়া যায়নি।