টিপু হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হ্ত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ডাদেশ ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই রায় দেন। রায়ে যাবজ্জীবন সাজা পাওয়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৭ জানুয়ারি রাত ১টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মাধবপুর উপজেলার মনতলা গ্রামে রেদোয়ান মহসিন টিপুর (৪০) ঘরে ঢুকে স্ত্রীর সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ ওই রায় দেন।
রায় ঘোষণাকালে আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সুধাংশু সেন, সুভাষ সেন, এরশাদ মিয়া, আবদুল মালেক, আতাউর রহমান, আবুল কাশেম, লাল মিয়া ও মোশাররফ হোসেন।
যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন হরমুজ আলী, মোস্তাক আহমেদ, জানু মিয়া সানু মিয়া, জাবেদ, জহিরুল ইসলাম, বকুল খা, আমির আলী, দুলাল মিয়া, আবু ছায়েদ, জহির মিয়া ও কামাল মিয়া।
খালাস পেয়েছেন নুরুল গনি, আবু মিয়া ও মজিবুর রহমান মজিদ। মামলা চলাকালে অপর আসামি হিমাংশু সরকার মারা যান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।