বাসে যাত্রী নেই, ফেরিতে বাস নেই
ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলা। এই জেলার ওপর দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম ও মাওয়া মহাসড়ক। ব্যস্ত এই দুটি মহাসড়ক আজ শনিবার সকাল থেকে ছিল গণপরিবহনশূন্য। দীর্ঘ সময় পর কোনো বাস এলেও তাতে যাত্রী ছিল হাতে গোনা কয়েকজন। আর বাস ভাড়া ছিল দ্বিগুণেরও বেশি।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের একটি বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, বাসগুলোর বেশির ভাগই প্রায় ফাঁকা যাচ্ছে। যাত্রী নেই। তাই একটু বেশি ভাড়া আদায় করছেন।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর রায় জানান, যানবাহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যা বেশি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ৫ শতাধিক পুলিশ সদস্য দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।