নেত্রকোনায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী নেত্রকোনায় তাঁর নিজ গ্রাম কেন্দুয়া, জন্মস্থান মামার বাড়ি মোহনগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
হিমু, মিসির আলীসহ অনেক চরিত্রের জনক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে আজ রোববার তাঁর প্রতিষ্ঠিত কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ও কুতুবপুর গ্রামবাসীর উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, শোকসভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং চিত্র প্রদর্শনী।
শোক র্যালিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
এ ছাড়া শোক র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে হুমায়ূন আহমেদের মামার বাড়ি মোহনগঞ্জ উপজেলা সদরে। আয়োজকরা জানান, কীর্তির মাঝেই হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে রাখতে ও তাঁর আত্মার শান্তি কামনা করে এই আয়োজন করা হয়।