ঈদের পরও কুমিল্লার বাসে অতিরিক্ত ভাড়া!
ঢাকা-কুমিল্লা পথে ঈদের পরও বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী রয়েল কোচ নামের একটি বাসের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন যাত্রীরা।
বাসযাত্রী কুমিল্লার জাঙ্গালিয়া এলাকার জালাল আহমেদ জানান, রয়েল কোচ সার্ভিসের ভাড়া হলো ২৫০ টাকা। কিন্তু তারা আজও প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৩৫০ টাকা করে আদায় করেছে।
অপর আর এক যাত্রী কুমিল্লার ঠাকুরপাড়ার রিপন সরকার এনটিভি অনলাইনকে বলেন, ঈদ উৎসব পার হয়ে গেছে। তারপরও অতিরিক্ত ভাড়া আদায়, এটা সাধারণ যাত্রীদের ওপর জুলুম করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে ঢাকার কমলাপুরে রয়েল কোচ প্লাটিনাম কাউন্টারে ফোন দিলে পরিবহন শ্রমিক আবুল কালাম বলেন, ‘এটা ঈদ স্পেশাল হিসেবে নেওয়া হয়। সবাই নেয়। আগামী কাল থেকে স্বাভাবিক ভাড়া নেওয়া হবে।’
আবুল কালাম আরো বলেন, ‘আমরা ৩০০ টাকা বেতনে চাকরি করি। মালিক যা হুকুম দেয় তাই করতে হয়। এ ছাড়া এ সময় আমাদের বাসগুলো একদিকে যাত্রী হয়। অন্যদিকে খালি আসে। তাই একটু অতিরিক্ত ভাড়া আদায় করতে হয়।’