গজারিয়ায় বাস উল্টে ৩০ যাত্রী আহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লাগামী প্রিন্স পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী বাসটি আজ সোমবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছে।
গজারিয়ার ভবেরচরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ঘটনার পরপর এলাকাবাসী বাস চালক ও সহকারীসহ বেশ কয়েকজন যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় বাসের চালক ও সহকারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। অন্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।