নেত্রকোনায় ভুট্টোর খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
বাংলাদেশ নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার দাস ভুট্টোর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশ নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মোক্তারপাড়া পৌরভবনের সামনের সড়কে আজ সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নজরুল সেনার সদস্য ছাড়াও নেত্রকোনা পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী পুরুষ অংশ নেন।
ঘণ্টাব্যপী মানববন্ধন চলাকালে ভুট্টোর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য দেন নিহত ভুট্টোর মা আরতি রানি দাস, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, নেত্রকোনা খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী মুন্না, দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদ মুক্তা, খালিদ সাইফুল্লাহ মুন্না, মাহবুবুর রহমান তিলক, মো. সানাউল্লাহ প্রমুখ।
অঞ্জন কুমার দাস ভুট্টো গত ২ জুলাই রাতে জেলা শহরের আনন্দবাজার এলাকায় সাইফুল ইসলাম বাবলুর চেম্বারে বসে আড্ডা দেওয়ার সময় পিস্তলের গুলিতে নিহত হন। এ ঘটনায় সাইফুল ইসলাম বাবলু ও ডা. টিটুমোহন সাহাকে আটক করা হলেও বাকি আসামি পলাতক রয়েছে।