বাস-প্রাইভেটকার সংঘর্ষ, চিকিৎসকসহ নিহত ৩
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা নামক স্থানে আজ সোমবার বিকেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক চিকিৎসক ও তাঁর শিশু মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশালের রাগামারা নামক স্থানে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে নিহত হন জামালপুর জেলা সদরের নয়াপাড়ার বাসিন্দা ডা. আজিজুল হক। আহত হন তাঁর স্ত্রী শিল্পী বেগম, শিশু মেয়ে, কাজের মেয়ে ও চালক লিটন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাঁর মেয়ে ও কাজের মেয়ে। আহত চালক লিটন ও শিল্পী বেগমের অবস্থাও আশঙ্কাজনক।
সন্ধ্যায় লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।